‘ছিঃ! বাবার বয়সি লোকের সঙ্গে এমন কাজ!’, বিশ্বজিৎ-অর্পিতার ভিডিতে তোলপার?

‘ছিঃ! বাবার বয়সি লোকের সঙ্গে এমন কাজ!’, বিশ্বজিৎ-অর্পিতার ভিডিতে তোলপার?

সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়েছে ‘মিঠাই’ ধারাবাহিকের দাদাই আর পিসিমণির নাচের ভিডিয়ো। একই ধারাবাহিকে কাজের সূত্রে অভিনেতা বিশ্বজিৎ চক্রবর্তী এবং স্বাগতা বসুর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অভিনেত্রী অর্পিতা মুখোপাধ্যায়ের। সেই সূত্রেই অর্পিতার আয়োজনে একটি বিশেষ অনুষ্ঠানে অতিথি হিসাবে গিয়েছিলেন তাঁরা। সেখানেই তিন জনের নাচ প্রকাশ্যে আসতেই একের পর এক নেতিবাচক মন্তব্য দর্শকের।

ধারাবাহিকে স্বাগতা এবং বিশ্বজিতের মেয়ের চরিত্রে অভিনয় করেছিলেন অর্পিতা। সেই সম্পর্কের কথা টেনেই অর্পিতার নাচের অঙ্গভঙ্গি নিয়ে সমালোচনা করেছে সবাই। কেউ লিখেছেন, “মুম্বইয়ের সংস্কৃতি! বাবার বয়সি লোকের সঙ্গে এ ভাবে নাচ করছেন।” আবার কারও মন্তব্য, “বুড়ো বয়সে ভীমরতি।” যদিও অর্পিতা কারও কথায় গুরুত্ব দিতে রাজি নন।

পার্টির ফাঁকে অর্পিতা।
পার্টির ফাঁকে অর্পিতা। নিজস্ব চিত্র।

এই কটাক্ষের জবাবে কী বলছেন অর্পিতা? তাঁর মতে, পর্দার মা-বাবাকে তিনি নিজের মা, বাবাই ভাবেন। বললে, “নিজের বাবার সঙ্গে আমার যেমন সমীকরণ ছিল, এখানেও ঠিক তাই। আর মেয়ে হিসাবে মা-বাবার সঙ্গে ঠিক যেভাবে ব্যবহার করা উচিত, তাই-ই করেছি। তবে, ভাল মন্তব্য পড়তে ভাল লাগলে। খারাপ শোনার ক্ষমতাও আমাদের রাখা উচিত। সেটা আমার আছে।” একটানা ১৪ ঘণ্টা শুটিং করলে এমনিই সম্পর্কগুলো সহজ হয়ে যায়। আর ‘মিঠাই’ ধারাবাহিকের মোদক পরিবার এমনিই দর্শকের মনে এক অন্য জায়গা তৈরি করেছিল। ধারাবাহিক শেষ হয়ে গেলেও, সিদ্ধেশ্বর মোদক, সুষমা ঘোষ মোদক এবং অপরাজিতা মোদকের সমীকরণ যে এক রয়েছে, সেই আভাসই মিলল নতুন ভিডিয়োয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *