Breaking News

মায়ের স্বপ্ন পূরণ করলেন পাইলট ছেলে, বিমানে করে নিয়ে গেলেন মক্কায়

প্রত্যেক বাবা–মায়ের তাঁদের সন্তানকে নিয়ে অনেক কিছু স্বপ্ন থাকে। বাবা–মা সব সময় চান সন্তানরা জীবনে সফল হয়ে তাঁদের স্বপ্ন পূরণ করুক। আর সন্তানদের সফল হওয়ার জন্য জীবনে অনেক কিছুই ত্যাগ করতে হয় অভিভাবকদের।

অথচ বর্তমানে অভিভাবকদের স্বপ্নপূরণ তো দূরের কথা, বরঞ্চ বৃদ্ধ বাবা–মা’কে না দেখা বা তাদের ওপর সন্তানদের অত্যাচারের ঘটনা প্রায়ই ঘটছে। এমন অবস্থায় অভিভাবকদের প্রতি সন্তানের যে কর্তব্য রয়েছে এবং তাদের স্বপ্ন পূরণ করাও যে সন্তানের দায়িত্ব তেমনই একটি হৃদয়স্পর্শী গল্প সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হয়েছে।

সেখানে দেখা যাচ্ছে, একজন বিমান চালক নিজের বিমানে করে তাঁর মাকে মক্কার কাবাতে নিয়ে যাচ্ছেন। ওই বিমান চালকের নাম আমির রশিদ ওয়ানি।

তিনি গত সোমবার টুইটারে লেখাসহ দুটি ছবি পোস্ট করেছেন। রাতারাতি সেই পোস্টটি ভাইরাল হয়ে গিয়েছে। টুইটারে ছবিতে দেখা যাচ্ছে, বিমানের কেবিনে বসে রয়েছেন আমির রশিদ। আর তার নিচে আরও একটি ছবিতে দেখা যাচ্ছে তাঁর স্কুল কার্ড। তিনি লিখেছেন, তিনি যখন স্কুলে পড়তেন তখন তাঁর মা স্কুল কার্ডে লিখেছিলেন ছেলে বড় হয়ে একদিন পাইলট হবে এবং তারপর বিমানে করে তাঁকে একদিন মক্কায় নিয়ে যাবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *