সম্পূর্ণ নগ্ন, শরীরে একটা সুতোও নেই! বিমানবন্দরে তাণ্ডব মহিলার…গায়ে গেঁথে দিল পেন্সিল, রক্তে ভাসল সব
বিমানবন্দরে ঢুকে হঠাৎই নিজের জামাকাপড় খুলতে শুরু করে দিলেন এক মহিলা৷ তারপর সম্পূর্ণ নগ্ন হয়ে ঘুরে বেড়াতে থাকলেন গোটা চত্বরে৷ এখানেই শেষ নয়, তারপরেই অদ্ভুত আচরণ করতে শুরু করলেন ওই মহিলা৷ জল ছুঁড়তে থাকলেন যাত্রীদের গায়ে৷ এমনকি, বিমানবন্দরের কর্মীরা তাঁকে আটকাতে গেলে তাঁদের উপরে সূচালো পেনসিল নিয়ে চড়াও হলেন, গেঁথে দিলেন গায়ে৷ টেক্সাস বিমানবন্দরের এ হেন ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়৷
জানা গিয়েছে, সামান্থা পালমা নামের ওই মহিলা গত ১৪ মার্চ ডালাস ফোর্থ ওয়ার্থ আন্তর্জাতিক বিমানবন্দরে ঢোকেন৷ ঢোকার কিছুক্ষণ পরেই জামাকাপড় খুলে শুরু করেন উন্মাদের মতো আচরণ৷ বিকট অঙ্গভঙ্গি করে নাচতে থাকেন বিমানবন্দরের মধ্যে৷ তা-ও নগ্ন অবস্থায়৷ এমনকি, বিমানবন্দরে থাকা একটি টেলিভিশনও ভেঙে দেন তিনি৷ কেউ কিছু বললেই চিৎকার করে বলতে থাকেন, ‘‘আমি ভেনাস!’’