Breaking News

সিনেমা করে টাকা পাচ্ছেন না কলকাতার অভিনেত্রী তাই প;-;র্ন দুনিয়ার পা রাখলেন , ভিডিও সহ

সিনেমার জনপ্রিয় ঋতুপর্ণা সেন। সবাই তাকে ‘ঋ’ নামেই চেনেন। কিছুদিন আগে বাংলাদেশের একটি সিনেমায় অভিনয় করেন তিনি। শুটিং শেষ হওয়ার পর দেড় মাস কেটে গেলেও এখনও নিজের পারিশ্রমিক পাননি বলে অভিযোগ করেছেন এই অভিনেত্রী। শুধু তাই নয়, পরিচালক-প্রযোজক তার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিয়েছেন বলেও জানিয়েছেন ঋ।

এ বিষয়ে ভারতীয় একটি গণমাধ্যমে ঋতুপর্ণা সেন বলেন, ‘প্রায় তিন লাখ টাকা পাই। আমার কাছে এটা অনেক বড় অঙ্কের টাকা। অনেক দিন ধরে বসে আছি। গত দেড় মাস ধরে ক্রমাগত পরিচালককে ফোন করে যাচ্ছি, তিনি ফোন তুলছেন না, যোগাযোগ পুরোপুরি বন্ধ। আমার উদ্বেগ হচ্ছে, টাকা পাব তো! শেষমেশ বাধ্য হয়ে ফেসবুকে লিখি। আমি বৃহস্পতিবার প্রোডাকশনের লোকেদের সঙ্গে কথা বলি, খুব খারাপ ব্যবহার করা হয়। কেন আমি টাকা চাইছি, সেটাতেই আপত্তি। সেটা আমার খারাপ লাগায় ফেসবুকে লিখি। নাহলে আমি তেমন মানুষ নই যে, ফেসবুকে নিজের ব্যক্তিগত জীবন তুলে ধরব।’

এই অভিজ্ঞতাকে জীবনের বড় শিক্ষা বলে মনে করছেন ঋ। তার ভাষায়— ‘আসলে টাকা পাঠানো নিয়ে সমস্যা। আমি এই মুহূর্তে বুঝে উঠতে পারছি না, কী সমস্যা হচ্ছে। এর আগে শ্রীলঙ্কায় কাজ করেছি, কোনো সমস্যা হয়নি। এবারই প্রথম বাংলাদেশে কাজ করতে গিয়ে এমন ভয়ঙ্কর অভিজ্ঞতা হলো। বুঝতে পারছি না, আমার কী করণীয়। তবে একটা শিক্ষা হয়েছে। ভবিষ্যতে ডলারে কাজ করব। টাকায় কোনো আর্থিক আদান-প্রদান না হয় সে বিষয়টি খেয়াল রাখব।’

ভিডিও দেখতে ছবিতে ক্লিক করুন

 

মূলত, পারিশ্রমিক না পেয়ে প্রথম নিজের ফেসবুকে স্ট্যাটাস দেন ঋ। যদিও তা মুছে ফেলেছেন। তবে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার পরই প্রযোজক টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন বলে জানিয়েছেন ক্ষুব্ধ ঋ। তবে পরিচালক-প্রযোজকের নাম প্রকাশ করেননি এই অভিনেত্রী।

তবে বাংলাদেশের আতিথেয়তার প্রশংসা করে ঋ বলেন, ‘ওখানকার মানুষ খুবই অতিথিপরায়ণ। খুবই ভালো অ্যাপায়ন পেয়েছি। আমার জুতা থেকে ব্যাগ বয়ে দেওয়ারও লোক ছিল। অন্যদিকে, টলিউডে জুতা তো কোন ছার, ব্যাগ বইতে বললে মুখ বাঁকা করে। দুই ইন্ডাস্ট্রিতেই ভাল-খারাপ দিক রয়েছে। সবই ঠিক ছিল। কিন্তু টাকাপয়সা নিয়ে কেন এমন হলো বুঝলাম না। তবে ওরা কথা দিয়েছে, টাকাটা যত দ্রুত সম্ভব দিয়ে দেবে। টাকাটা পাওয়া অবধি অপেক্ষা করব।’

২০০৯ সালে ‘লাভ ইন ইন্ডিয়া’ সিনেমার মাধ্যমে ঋ রুপালি জগতে পা রাখেন। ‘গান্ডু’, ‘কয়েকটি মেয়ের গল্প’-এর মতো বেশ কিছু সিনেমায় অভিনয় করেন ঋ। তবে ২০১৫ সালে ‘কসমিক সেক্স’ সিনেমায় সাহসী দৃশ্যে অভিনয় করে দারুণ সমালোচিত হন। মানুষ তাকে নিয়ে সমালোচনা করলেও এ ধরনের চরিত্রে অভিনয় করে ভুল করেননি বলে তখন জানিয়েছিলেন। যদিও পরবর্তীতে এ অভিনেত্রী জানান, এ ধরনের চরিত্রে অভিনয় করা তার ঠিক হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *