শারিরীক সৌন্দর্য্যকে পুঁজি করে অনেক সুন্দরী রমণী এমনকি বাংলাদেশের অনেক নায়িকা, মডেলও দেহব্যবসায় জড়িত। আর দেহব্যবসার মাধ্যমে রাতারাতি তারা লাখপতি ওকোটিপতি বনে গেছেন। কেউ কেউ নামে বেনামেও করছে ব্যাংক ব্যালেঞ্চ, জমি জমা, মনোরম ফ্ল্যাট এমনকি আলিশান বাড়ি। থাকেন রাজধানীর ব্যয়বহুল আলিশান এ্যাপার্টমেন্টে।
অভিযোগের তালিকায় রয়েছে ফিল্ম সোসাইটির কিছু বি ক্যাটাগরির নায়িকা, টিভি নাটকের অভিনেত্রী ও কিছু মডেলদের বিরুদ্ধে। রাজধানীর গুলশান, বনানী, ধানমন্ডি এলাকার মধ্যে ফ্ল্যাট কিংবা আলিশান অফিসগুলোসহ পাঁচ তারকা হোটেলগুলোতে চালাচ্ছে তাদের দেহব্যবসার রমরমা বাণিজ্য।
কেউ কেউ আবার ভিআইপিদের সাথে অনুষ্ঠানের নাম করে পাড়ি দিচ্ছেন দেশের বাহিরে। থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া এর মধ্যে উল্লেখযোগ্য। সরকারের আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তাকে ম্যানেজ করে চলে তারা। যার সুবাদে তারা নির্বিঘ্নে চালিয়ে যাচ্ছেন তাদের অবৈধ দেহ বাণিজ্য।