গায়ে একটাও সুতো নেই। চোখে মুখে ভয়, আতঙ্ক। তার সেই মুখটাই ছড়িয়ে পড়েছিল নেট দুনিয়ায়। মুহূর্তে ভাইরাল হয়ে গেলেন মালায়লম অভিনেত্রী অমলা পাল। রত্না কুমার পরিচালিত তামিল ‘আদাই’ ছবিতে একজন ধর্ষিতার চরিত্রে অভিনয় করেছেন মালায়লাম এই অভিনেত্রী।
চরিত্রের প্রয়োজনেই ক্যামেরার সামনে নগ্ন হতে হয়েছিল তাকে।‘দ্য হিন্দু’কে দেওয়া একটি সাক্ষাৎকারে সেই শ্যুটিংয়ের অভিজ্ঞতাই তুলে ধরলেন।
অমলা বলেন, ‘পরিচালক আগেই জানিয়েছিলেন যে গায়ে এক ধরণের সূক্ষ পোশাক থাকবে। আমি তখন তাকে বলি, এ নিয়ে কিচ্ছু চিন্তা করতে হবে না।’