মেয়েরা কখন তার ইচ্ছামত সমস্ত জামাকাপড় খুলে ফেলে

দেশের মেধাবী ছাত্র-ছাত্রীরা যেকোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসার জন্য বিভিন্নভাবে প্রস্তুতি নিয়ে থাকে। বিশেষ করে সাধারণ জ্ঞানের পাশাপাশি সাম্প্রতিক ঘটনা ও কারেন্ট অ্যাফেয়ার্স গুলো সম্পর্কে জানা উচিত। কিন্তু ইন্টারভিউতে এর বাইরেও কিছু প্রশ্ন করা হয় প্রার্থীদের উপস্থিত বুদ্ধি যাচাইয়ের জন্য। যদিও অনেকেই ঘাবড়ে যান কিন্তু একটু ঠান্ডা মাথায় চিন্তা করলে সহজেই উত্তর দেওয়া যায়। এবার দেখে নেওয়া যাক..

১) প্রশ্নঃ সৌরজগতের কোন গ্রহকে “মর্নিং স্টার” বলা হয়?
উত্তরঃ শুক্র।

২) প্রশ্নঃ প্রতি বছর সারা বিশ্বে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় কবে?
উত্তরঃ ৫ই জুন।

৩) প্রশ্নঃ ভারতীয় গণিতের রাজপুত্র কাকে বলা হয়?
উত্তরঃ শ্রীনিবাস রামানুজনকে।

৪) প্রশ্নঃ ভারতের কোন শহরকে “মুক্তার শহর বা পার্ল সিটি” বলা হয়?
উত্তরঃ হায়দ্রাবাদ।

৫) প্রশ্নঃ অলিম্পিকে স্বর্ণপদক জয়ী প্রথম ভারতীয়র নাম কী?
উত্তরঃ অভিনব বিন্দ্রা।

৬) প্রশ্নঃ গ্যাম্বিট এবং স্ট্যালেমেট শব্দ দুটি কোন খেলার সাথে সম্পর্কিত?
উত্তরঃ দাবা।

৭) প্রশ্নঃ বিখ্যাত নাটক “রোমিও অ্যান্ড জুলিয়েট” কে রচনা করেন?
উত্তরঃ উইলিয়াম শেক্সপিয়র।

৮) প্রশ্নঃ কোকো দ্বীপপুঞ্জ কোন সাগরে অবস্থিত?
উত্তরঃ বঙ্গোপসাগর।

৯) প্রশ্নঃ URL এর পূর্ণরূপ কি?
উত্তরঃ ইউনিফর্ম রিসোর্স লোকেটার।

১০) প্রশ্নঃ কোন প্রণালী মেক্সিকো উপসাগর এবং আটলান্টিক মহাসাগরকে সংযুক্ত করেছে?
উত্তরঃ ফ্লোরিডা।

১১) প্রশ্নঃ টেলিগ্রামের প্রতিষ্ঠাতা কে?
উত্তরঃ পাভেল দুরভ।

১২) প্রশ্নঃ কে “ভারতীয় নেপোলিয়ন” নামে পরিচিত ছিলেন?
উত্তরঃ সমুদ্রগুপ্ত।

১৩) প্রশ্নঃ বিখ্যাত জাহাজ টাইটানিক যে সাগরে ডুবেছিল তার নাম কী?
উত্তরঃ উত্তর আটলান্টিক মহাসাগর।

১৪) প্রশ্নঃ চাঁদে অবতরণকারী প্রথম প্রাণী কোনটি?
উত্তরঃ লাইকা নামে একটি কুকুর।

১৫) প্রশ্নঃ মেয়েরা কখন তার ইচ্ছামত সমস্ত জামাকাপড় খুলে ফেলে?
উত্তরঃ স্নান করার সময়। (বিভ্রান্ত করার জন্য এমন প্রশ্ন করা হয়)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *