বিয়ে করলে ১০ কর্মদিবস বেতনসহ ছুটি পাবেন যারা
দুবাই সরকারের অধীন কর্মরত আমিরাতের নাগরিকরা বিয়ে করলে ১০ কর্মদিবসের পূর্ণ বেতনসহ ছুটি পাবেন। এ বিষয়ে দুবাইয়ের শাসক ও সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুম বুধবার (১৬ জুলাই) নতুন এক অধ্যাদেশ জারি করেছেন। এই অধ্যাদেশ (নং ৩১, ২০২৫) অনুসারে, সরকারি প্রতিষ্ঠানে কর্মরত যেকোনো আমিরাতের নাগরিক, যিনি প্রযোজ্য মানবসম্পদ আইন অনুযায়ী পরীক্ষা বা প্রবেশনকাল সফলভাবে সম্পন্ন করেছেন, তিনি এই ছুটির জন্য আবেদন করতে পারবেন। খবর খালিজ টাইমসের।
এ বিশেষ সুবিধা পেতে হলে স্বামী বা স্ত্রী দুজনেই হতে হবে আমিরাতের নাগরিক। বিয়ের চুক্তিটি ৩১ ডিসেম্বর, ২০২৪ সালের পর সই হতে হবে এবং আমিরাতের উপযুক্ত কর্তৃপক্ষের প্রত্যয়নপ্রাপ্ত হতে হবে। বিয়ের কাবিননামার একটি কপি ছুটি আবেদনের সময় একবার জমা দিতে হবে।
এই ছুটির সময় কর্মকর্তা বা কর্মচারীরা তাদের মূল বেতনসহ সব ধরনের ভাতা ও আর্থিক সুবিধা পাবেন।এই ছুটি একবারে অথবা খণ্ড খণ্ডভাবে, বিয়ের তারিখ থেকে এক বছরের মধ্যে ব্যবহার করা যাবে। কর্মী যদি বিয়ের ছুটির সময়ের মধ্যে জাতীয় বা রিজার্ভ সামরিক সেবার জন্য ডাকা হন, তবে বাকি ছুটি পরে ব্যবহার করতে পারবেন, তাদের কর্মস্থলে ফেরার এক বছরের মধ্যে।