Breaking News

অভিনেত্রীর গাড়ির ধাক্কায় আহত যুবকের মৃত্যু, পরিবারের দাবি ন্যায়বিচার

অভিনেত্রীর গাড়ির ধাক্কায় আহত যুবকের মৃত্যু, পরিবারের দাবি ন্যায়বিচার
আসামের জনপ্রিয় অভিনেত্রী নন্দিনী কাশ্যপের গাড়ির ধাক্কায় আহত সামিউল হক (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হলে মঙ্গলবার (২৯ জুলাই) তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন গুয়াহাটির মেয়র মৃগেন সারানিয়া।

ঘটনাটি ঘটেছে ২৫ জুলাই মধ্যরাতে গুয়াহাটির কাহিলিপাড়া এলাকায়। নিহত সামিউল হক গুয়াহাটি পৌর করপোরেশনের একজন কর্মচারী ছিলেন এবং ঘটনার সময় তিনি রাস্তার স্ট্রিটলাইট মেরামতের কাজে নিয়োজিত ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, সে সময় দ্রুতগতির একটি গাড়ি তাকে সজোরে ধাক্কা দিয়ে চলে যায়। পরে জানা যায়, সেটি ছিল অভিনেত্রী নন্দিনী কাশ্যপের গাড়ি।

সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৫ জুলাই মধ্যরাতে আসামের গোয়াহাটির কাহিলিপাড়া এলাকায় ঘটে দুর্ঘটনাটি। গুয়াহাটি পৌর করপোরেশনের কর্মচারী সামিউল হক স্ট্রিটলাইট মেরামত করছিলেন। এ সময় অভিনেত্রী নন্দিনীর গাড়ি না থেমে বরং ধাক্কা মারে সামিউল হককে। এতে গুরুতর আহত হন তিনি।

দুর্ঘটনার পরপরই নন্দিনী ঘটনাস্থল ত্যাগ করেন বলে অভিযোগ ওঠে। পরে প্রত্যক্ষদর্শীরা তাকে তাড়া করে বিষয়টি নিয়ে কথা বলেন। আহত সামিউল হককে প্রথমে গুয়াহাটি মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয় এবং পরে অবস্থার অবনতি ঘটলে অ্যাপোলো হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে কয়েকদিন লাইফ সাপোর্টে থাকার পর তিনি মারা যান।

এ ঘটনায় ২৮ জুলাই নন্দিনী কাশ্যপকে দিসপুর থানায় প্রায় আট ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়। তিনি নিজেকে নির্দোষ দাবি করেন এবং জানান, দুর্ঘটনার সময় তিনি পরিস্থিতির গুরুত্ব বুঝতে পারেননি। পরে ভুক্তভোগীর পরিবারের সঙ্গে দেখা করে চিকিৎসার খরচ বহনের প্রস্তাব দেন।

এদিকে পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় ব্যবহৃত গাড়িটি জব্দ করা হয়েছে এবং তদন্ত চলছে। তবে সামিউলের পরিবার অভিযোগ করেছে, অভিযুক্ত একজন তারকা হওয়ায় মামলাটির তদন্তে স্বচ্ছতার ঘাটতি রয়েছে। তারা সুষ্ঠু বিচার চান এবং আইনের চোখে সবাই সমান—এই নীতির ভিত্তিতে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *