Breaking News

এই ১ম ন*গ্ন হয়ে শরীর দেখালেন শ্রাবন্তী

এই ১ম ন*গ্ন হয়ে শরীর দেখালেন শ্রাবন্তী

প্রেমের দৃশ্যে নতুনত্ব আনতেই অভিনব এক প্রয়াসে অভিনেত্রী শ্রাবন্তীর খোলা পিঠে কবিতার পঙ্ক্তি লিখলেন পরিচালক-অভিনেতা শিবপ্রসাদ মুখোপাধ্যায়। নিজের আসন্ন সিনেমা ‘আমার বস’-এর একটি গানে দেখা যাবে এমনই একটি অনন্য মুহূর্ত, যেখানে জয় গোস্বামীর লেখা কবিতা হয়ে উঠেছে ভালোবাসার প্রকাশের মাধ্যম।

‘আমার বস’ সিনেমার ‘মালাচন্দন’ শিরোনামের গানটিতে এই দৃশ্যের দেখা মিলবে। গানটি গেয়েছেন অনুপম রায়।

এ নিয়ে আনন্দবাজার জানিয়েছে, সিনেমার ঘনিষ্ঠ দৃশ্যগুলোতে শিবপ্রসাদ সাধারণত সাবলীল না হলেও, এই দৃশ্যটি ছিল বিশেষ। শিবপ্রসাদ বলেন, ‘এ ধরনের দৃশ্যে আমার অস্বস্তি কাজ করে। সহ-অভিনেত্রীদের সহযোগিতায় এসব দৃশ্য শেষ করি।’

তবে এই চিত্রনাট্যের ভাবনা শুরু হয়েছিল এক ভিন্ন প্রেক্ষাপটে। সিনেমার চিত্রনাট্যকার জিনিয়া সেন প্রস্তাব দেন, গানের একটি দৃশ্যে যদি নায়ক নায়িকার খোলা পিঠে কবিতার কিছু লাইন লেখেন, তাহলে সেটি হতে পারে ব্যতিক্রমী ও অনুভবসমৃদ্ধ। সেই ভাবনাকেই রূপ দিয়েছেন শিবপ্রসাদ। তার মতে, ‘প্রেমে পড়লে মানুষ নানা রকম আবেগপ্রবণ কাজ করেন। কেউ কেউ শরীরে উল্কি আঁকেন প্রিয়জনের নামে। আমাদের এই দৃশ্যটি সেই আবেগেরই এক শৈল্পিক প্রকাশ।’

শিবপ্রসাদ আরও বলেন, জয় গোস্বামীর ‘ঈশ্বর এবং প্রেমিকের সংলাপ’ কবিতাটি তার খুব প্রিয়। ‘আমার আর শ্রাবন্তীর চরিত্রের মধ্যকার টানাপোড়েন, অভিমান, ভালোবাসা—সবকিছুর সুরই যেন মেলে ওই কবিতার সঙ্গে।’ তিনি জয় গোস্বামীকে অনুরোধ করে ছবিতে কবিতাটি ব্যবহার করার অনুমতি নেন।

এই দৃশ্যের মাধ্যমে বাংলা ভাষা ও কবিতাকে সম্মান জানানো হয়েছে বলেও মন্তব্য করেন শিবপ্রসাদ। তার মতে, এতে নতুন প্রজন্মের মধ্যে বাংলা সাহিত্য ও সংস্কৃতির প্রতি আগ্রহও বাড়বে।

আগামী ৯ মে মুক্তি পেতে যাচ্ছে ‘আমার বস’। সিনেমাটির আরও একটি বিশেষ চমক হলো, দীর্ঘ ২২ বছর পর এই ছবির মধ্য দিয়ে বাংলা সিনেমায় ফিরছেন কিংবদন্তি অভিনেত্রী রাখী গুলজার। ছবিতে তিনি মায়ের চরিত্রে অভিনয় করেছেন, আর তার ছেলের ভূমিকায় দেখা যাবে শিবপ্রসাদকে।

চলতি বছর গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রশংসিত হয়েছে সিনেমাটি। পরিচালনা করেছেন নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখার্জির জুটি। দর্শকদের জন্য এটি হতে পারে একটি আবেগময় ও নতুনরকম প্রেমের গল্পের অভিজ্ঞতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *