আবেদনময়ী পোশাকে ঘুম হারাম করলেন সৌমী ঘোষ

গ্ল্যামার জীবনের কারণে প্রায়ই হে;নস্তা হতে হয় অভিনেত্রীদের। বর্তমা;নে সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ব্যঙ্গ-বিদ্রুপের শিকার হন অনেক অভিনেত্রী। কিছুদিন আগে খোলামেলা পোশা;ক পরায় ‘তিতলি’ ধারাবাহিক খ্যাত মধুপ্রিয়া চৌধুরীকে কটাক্ষ করতে শুরু করেছিলেন অনলাইনের একাংশ। কেউ কেউ শা;লী;নতার মাত্রা পেরিয়ে খোঁচা দিতেও কুণ্ঠিতবোধ করেননি। মধুপ্রিয়ার পর এবার খোলামেলাভাবে নিজেকে উপস্থাপন করে সমালোচনার মুখে পড়েছেন বাংলা টেলিভিশন ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী সৌমী ঘোষ।

সম্প্রতি ভারতীয় গণমাধ্যম ‘এই সময়’ ডিজিটালকে সৌমী জানান, তাঁকে আরো নোংরা কটাক্ষের শিকার হতে হয়। অভিনেত্রীর কথায়, ‘আমার ছবিতে তো নিয়মিত নোংরা কমেন্ট পড়ে। নিম্নরুচির কমেন্ট করা হয়। আমি আজকাল আর কমেন্ট দেখি না। কারণ যত নেগেটিভ জিনিস দেখব, মনের মধ্যে তত নে;গে;টি;ভিটি বাড়বে। আমার ক্যারিয়ারের শুরুটা হয়েছিল মডেলিং দিয়ে। ফলে খোলামেলা পোশাক আমি নিয়মিত পরি।’

তিনি আরো বলেন, ‘বিভিন্ন এক্সপেরিমেন্টাল ড্রেস পরতে ভালোবাসি। আসলে সাজগোজ করার পর নিজেকে আয়নার সামনে দেখতে পছন্দ করি। শাড়িও পরি। আবার ওয়েস্টার্ন পোশাকও পরি।’

নেতিবাচক কমেন্ট প্রসঙ্গে স্পষ্ট জবাব দিলেন সৌমী। অভিনেত্রী বলেন, ‘আমি কিন্তু দুই ধরনের ছবিই পোস্ট করি সোশ্যাল মিডিয়ায়। বো;ল্ড লুকে যারা খারাপ কমেন্ট করে, তারা কিন্তু আমার শাড়ি লুকের প্রশংসা করছে না। তাই আমি আর কিছু মনে করি না।’ টেলি অভিনেত্রীর সাফ কথা, ‘যার খারাপ বলার, সে বলবেই। ক্লি;ভেজ দেখা গেলেও লোকে কটূক্তি করবে আবার পেট দেখা গেলেও বলবে। আয়নার সামনে দাঁড়িয়ে দেখি আমাকে ভালো লাগছে কি না। নিজেকে বহন করতে পারছি কি না। ফিগা;র মেই;নটেন করতে পারছি কি না।’

নায়িকাদের সে;ক্স লা;ইফ নিয়ে আলোচনা করা প্রসঙ্গে সৌমী বলেন, “যারা যৌনতা নিয়ে কমেন্ট করে তারা জঘন্য মানসিকতার মানুষ। আমার ধারণা, আমরা যে অভিনেত্রী সেটা ওরা জানে না। ‘দেখতে দারুণ, ডবকা মাল’―এসব ভেবেই কমেন্ট করে ওরা।”

সম্প্রতি ইনস্টাগ্রাম লাইভে এসেছিলেন মধুপ্রিয়া চৌধুরী। অনুরাগীরা তাকে বিভিন্ন প্রশ্ন করতে শুরু করেন। এরই মাঝে একজন মধুপ্রিয়াকে বলেন, ‘আপনি সে;ক্স করেছেন?’ সরাসরি এ ধরনের প্রশ্ন দেখে চমকে গিয়েছিলেন অভিনেত্রী। তবে ঘাবড়ে যাননি তিনি। ভালো করে প্রশ্নটি পড়ে প্রথমে হাসেন নায়িকা। যৌ;নজীবন নিয়ে কোনো কথা বলেননি তিনি। তবে নিজের জীবন প্রসঙ্গে মন্তব্য করে বলেন, ‘মাঝেমধ্যে জীবনটা ঘেঁটে ফেলেছি, ঠিক কথা।’

সূত্র : এই সময়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *