Breaking News

মেয়েদের কি ছেলেদের মত বী*র্যপাত হয় জানালেন শ্রীলেখা

শ্রীলেখার সে*ক্স ভিডিও==> Watch 720P 1080P
অধিকাংশ পর্নোভিডিওতে দেখা যায় মেয়েদের কোনো সিমেন আউট হয় না_ অনেকে এ ব্যাপারে প্রশ্নবিদ্ধ হয়। মেয়েদের সিমেন দেখার জন্য অনেকে একের পর এক সেক্স ভিডিও দেখতে থাকে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই তারা হতাশ হয়। এখানে সমস্যাটি কী? এজন্য আপনাকে অর্গ্যাজম ও ইজ্যাকুলেশন বা বীর্যপাতের তারতম্য বুঝতে হবে। নারীদের ক্ষেত্রে বেশিরভাগ সময় অর্গ্যাজম হয়। অর্গ্যাজম তার মস্তিষ্কের একটি নিউরোকেমিক্যাল পরিস্থিতি, যৌন উত্তেজনা যখন চরম শিখরে পৌঁছে, তখন নারীর শরীর ও ভ্যাজাইনায় একপ্রকার প্রেসার সৃষ্টি হয়, চূড়ান্তে যখন এই প্রেসার রিলিজ হয়, তখন তারা যৌনসুখ লাভ করে। এ সময় তার যোনি থেকে পুরুষের মতো কোনো তরল পদার্থ নিঃসৃত হবে এমন কোনো কথা নেই। এটি হতেও পারে আবার নাও হতে পারে!

শ্রীলেখার সে*ক্স ভিডিও==> Watch 720P 1080P
মেয়েদের অর্গাজমের ভিডিও

720P 1080P
সাধারণত, এটা মনে করা হয় যে, পুরুষের ইজ্যাকুলেশন হলো যৌন জাগরণ এবং অর্গ্যাজমের সময় সিমেন রিলিজ হওয়া। এ সময় তার শ্রোণিচক্রের পেশি সংকুচিত হয় এবং মূত্রনালী দিয়ে স্প্যার্ম বের হয়। ইজ্যাকুলেশন হওয়ার পর একজন পুরুষের মধ্যে সেনসেশন এবং সেন্স অব রিলিজ তৈরি হয়ে থাকে। অন্যদিকে অর্গ্যাজম হলো, সুতীব্র শারীরীক ও মানসিক ক্লাইমেক্স। এ সময় শ্রোণিচক্র ও যৌনাঙ্গের চারপাশে ছন্দোবদ্ধভাবে পেশি সংকুচিত হয়। “আমরা অর্গ্যাজমকে ডিফাইন করি প্লেজার, হৃদস্পন্দের মাত্রা ও সেক্সচুয়াল টেনশন রিলিফের ওপর”। অতএব দেখা যাচ্ছে, নারী ও পুরুষ দুজনের ক্ষেত্রেই অর্গ্যাজম একই ব্যাপার। “একজন পুরুষের বীর্যপাত হওয়ার পূর্বেও তার এক বা একাধিকবার অর্গ্যাজম হতে পারে। “অর্গ্যাজম হওয়ার জন্য যে সিমেন অথবা ভ্যাজাইনাল ডিসচার্জ হতে হবে, এমন কোনো বাধ্যবাধকতা নেই”। কোনো কোনো সময় অর্গ্যাজম ও ইজ্যাকুলেশন একসাথেও হতে পারে, কোনো কোনো ক্ষেত্রে আলাদা আলাদা সময়েও ঘটতে পারে।

শ্রীলেখার সে*ক্স ভিডিও==> Watch 720P 1080P
নারীর ক্ষেত্রে এ প্রক্রিয়া সম্পূর্ণ ভিন্ন। একজন পুরুষ যদিও ইজ্যাকুলেশনের সময় স্প্যার্ম রিলিজ করে। একজন নারী অর্গ্যাজম অথবা সেক্সচুয়াল অ্যাকটিভিটির সময় কোনো ডিম নিঃস্বরণ করে না। নারীর ডিম তার গর্ভাশয়ে জমা থাকে, এটি চক্রাকারে প্রতি মাসিকে একটি করে নিঃস্বরণ হয়। একজন নারী সেক্স করলেও তার ডিম নিঃস্বরণ হয়, সেক্স না করলেও তার ডিম নিঃস্বরণ হয়। এ প্রক্রিয়াকে বলে অভিউলেশন বা ডিম্বোস্ফোটন। পুরুষের শুক্রাণু নারীর ডিম্বাশয়ে প্রবেশ করে, এজন্য পুরুষের ইজ্যাকুলেশন প্রয়োজন। কিন্তু পুরুষের তো কোনো ডিম্বাশয় নেই, যে নারী ইজ্যাকুলেশনের মাধ্যমে পুরুষকে প্র্যাগনেন্ট করবে!

শ্রীলেখার সে*ক্স ভিডিও==> Watch 720P 1080P
মেয়েদের অর্গাজমের ভিডিও

720P 1080P
তবে নারীরও একপ্রকার “ইজ্যাকুলেশন” আছে। এটাকে বলে “squirting’’। এটি অর্গ্যাজম থেকে আলাদা ব্যাপার। স্কোয়ার্টিং এর সময় নারীর যোনি থেকে পুরুষের মতো কোনো স্প্যার্ম বা ডিম রিলিজ হয় না। এটি কী দিয়ে তৈরি এটা নিয়ে বিজ্ঞানীরা এখনো জানেন না। তাদের মধ্যে এ নিয়ে বিতর্ক ও গবেষণা চলছে। ইন্টারকোর্সের সময় নারীর যোনিতে একপ্রকার ন্যাচারাল লুব্রিকেন্ট তৈরি হয়, যেটি পেনিট্রেশনকে মসৃণ করে ও ঘর্ষণ হ্রাস করে। নারীর ইজ্যাকুলেশনের তরল পদার্থটি কী দিয়ে তৈরি সেটি ব্যাখ্যা করার জন্য বেশ কিছু থিওরি আছে। “একটি থিওরি অনুসারে, এটি উৎপন্ন হয় “Skene’s glands” থেকে। যেটি তার মূত্রনালীর আশেপাশের অবস্থান করে। এ গ্ল্যান্ডকে পুরুষের প্রোস্টেট গ্ল্যান্ডের সমতূল্য মনে করা হয়”।

শ্রীলেখার সে*ক্স ভিডিও==> Watch 720P 1080P
যাইহোক। এতক্ষণে আপনারা হয়তো বুঝতে পেরেছেন, অর্গ্যাজম ও ইজ্যাকুলেশনের তারতম্য। অর্গ্যাজম হলো, সেক্সচুয়াল টেনশন রিলিফের একটি বায়োলজিক্যাল প্রক্রিয়া, যেটি শ্রোণিচক্রের ছন্দোবদ্ধ সংকোচন, হ্রদস্পন্দন বৃদ্ধি এবং মস্তিষ্কের কিছু হর্মোন ও নিউরোট্রান্সমিটার নিঃস্বরণের সাথে জড়িত যেমন ডোপামিন, অক্সিটোসিন ও এন্ডোরপিন। নারী ও পুরুষ দুজনের ক্ষেত্রেই অর্গ্যাজমের সময় এই হর্মোন ও নিউরোট্রান্সমিটারগুলো ডিসচার্জ বা নিঃস্বরণ হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *