Breaking News

আপনি করলে আপনকীয়া আর আমি করলে পরকীয়া: প্রভা

টিভি নাটকের জনপ্রিয় মুখ সাদিয়া জাহান প্রভা। বর্তমানে এই অভিনেত্রী অবস্থান করছেন যুক্তরাষ্ট্রে। আর সেখান থেকে একজন দক্ষ মেকআপ আর্টিস্ট হিসেবে নিজেকে গড়ে তুলছেন।

ব্যস্ততার কারণে অভিনয়ে এখন খুব একটা নিয়মিত নন প্রভা। তবে ভালো গল্প আর বিশেষ কাজ পেলে ক্যামেরার মুখোমুখি হন এই অভিনেত্রী। আর সেসব তথ্য প্রভা নিজেই জানান তার ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের।

অভিনয়ে নিয়মিত না হলেও ফেসবুকে বেশ সরব প্রভা। কাজের বাইরেও ব্যক্তিজীবনের নানা কথা তুলে ধরেন এই মাধ্যমে। ক’দিন আগে বাবা-মায়ের প্রতি অনুরোধ জানিয়ে প্রভা একটি পোস্ট দিয়েছিলেন। বলেছিলেন, অন্যদের কাছে সন্তানদের নিয়ে অভিযোগ বা সমালোচনা না করার।

আর এবার প্রভা লিখলেন, পরকীয়া নিয়ে। তবে কাকে ইঙ্গিত করে তার এমন পোস্ট- তা জানা যায়নি। গতকাল রবিবার এই অভিনেত্রী লিখেছেন, ‘আপনি করলে আপনকীয়া আর আমি করলে পরকীয়া!’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *