ওমরাহ শেষে প্রেমিকের সঙ্গে উ’ধা’ও স্ত্রী, স্তম্ভিত স্বামী!
ফরিদপুরের চন্দ্র বাজার, শলিল দিয়া এলাকার আউয়াল মাতাব্বরের কন্যা সাথী বেগমকে গত মাসের ২৫ তারিখে তার স্বামী আরফান খান ভাই পবিত্র ওমরা পালনের জন্য সৌদি আরব নিয়ে যান। দাম্পত্য জীবনের বন্ধন আরও দৃঢ় করতে এবং ধর্মীয় আত্মশুদ্ধির উদ্দেশ্যে এ সফরে যাওয়া হয়।
ওমরা পালনের পর তারা রিয়াদের এক আত্মীয়র বাসায় অবস্থান করছিলেন। তবে আরফান ভাই জরুরি কাজে বাইরে গেলে সুযোগ বুঝে স্ত্রী সাথী বেগম বাসায় থাকা গয়না, টাকা, ব্যাগ ও গুরুত্বপূর্ণ ডকুমেন্ট নিয়ে প্রেমিকের সঙ্গে পালিয়ে যান।
ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়েছেন স্বামী আরফান। তিনি স্থানীয় সংবাদমাধ্যমকে জানান, “ওমরা করার জন্য তাকে সৌদি আরব নিয়ে এসেছি, যাতে তার ধর্মীয় ও পারিবারিক বন্ধন দৃঢ় হয়। কিন্তু এভাবে চলে যাওয়া একেবারেই অমার্জনীয়।”
ঘটনার পর সাথী বেগমকে খুঁজে পাওয়া যায়নি। বিষয়টি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় মহলে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। অনেকে বলছেন, পবিত্র ওমরা হলো বিশ্বাস, সততা ও পারিবারিক বন্ধনের প্রতীক; অথচ ব্যক্তিগত স্বার্থের কারণে এর মতো মহৎ ধর্মীয় সময়কেও অপব্যবহার করা এক নিন্দনীয় ঘটনা।