বসছে ১৩ শতাংশ VAT, চিনে দামি হচ্ছে কন্ডোম! কেন এমন সিদ্ধান্ত জিনপিং প্রশাসনের?
১৯৯৩ সাল থেকে সেদেশে করমুক্ত ছিল গর্ভনিরোধক।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চিনে হঠাৎই দামি হচ্ছে কন্ডোম। কেবল কন্ডোমই নয়, সব ধরনের গর্ভনিরোধক ওষুধেই বসছে ১৩ শতাংশ ভ্যাট। ১৯৯৩ সাল থেকে সেদেশে করমুক্ত ছিল গর্ভনিরোধক। হঠাৎ একধাক্কায় এত কর যুক্ত করার কী কারণ? এর পিছনে উদ্দেশ্য একটাই। জন্মহার বাড়ানো।
Advertisement
বর্তমানে জনসংখ্যার নিরিখে চিনকে ছাপিয়ে শীর্ষে উঠে এসেছে ভারত। একটি রিপোর্ট অনুযায়ী, বর্তমানে চিনে জন্মহারের সংখ্যা যে জায়গায় রয়েছে, সেই ভাবেই যদি চলতে থাকে তাহলে ২০৫০ সালের মধ্যে চিনের জনসংখ্যা ১৩০ কোটিতে দাঁড়াবে।
Bongofact